সর্বশেষ

খোলা আকাশের নীচে অবিকল মানুষের মত কথা বলছে দুটি টিয়া পাখি, তুমুল ভাইরাল ভিডিও

ভাইরাল ট্রেন্ডের যুগে সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল ভিডিওতে ছড়াছড়ি। হাস্যকৌতুক থেকে শুরু করে আবেগমূলক, প্রায় সব ধরনের ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যে ভিডিওগুলো দর্শকদের বেশি আনন্দ দিয়ে থাকে তা হল বিভিন্ন প্রজাতির পশু পাখিদের নানান কর্মকাণ্ডের ভিডিও।




সম্প্রতি দুটি টিয়া (Parrot) পাখির একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে রীতিমতো অবাক হয়েছে নেট দুনিয়ার মানুষ। পাখিদের মধ্যে সবথেকে উন্নত হলো টিয়া, ময়না, তোতা, বুলবুলি, কাকাতুয়া; কারণ তারা তাদের মিষ্টি কন্ঠে কথা বলে মানুষকে মুগ্ধ করে তোলে।




পাখিদের কথা বলার বহু ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি একেবারে অন্যরকম। ভিডিওটিতে দুটি টিয়া পাখিকে একসাথে দেখা যায়।

তাদের দেখে বোঝাই গিয়েছে যে তাদের মধ্যে একজন মহিলা টিয়া ও অন্যজন পুরুষ টিয়া। ‌এই ভিডিওটি দেখে কারোর বুঝতে বাকি নেই যে দুটি পাখি তাদের সুন্দর প্রেমের মুহূর্ত কাটাচ্ছে। এই ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছে আপামর নেট দুনিয়ার মানুষ।




ভিডিওটিতে দেখা যায় একটি জল ভর্তি বাটির উপর বসে আছে একটি টিয়া পাখি এবং তার পাশেই বসে আছে তার প্রেমিক বা প্রেমিকা টিয়া। যে পাখিটি বাটির উপর বসে রয়েছে সে বাটি থেকে জল খাচ্ছে এবং তার পাশেই বসে থাকা প্রেমিক বা প্রেমিকা টিয়া তার সাথীর মান ভাঙানোর চেষ্টা করছে।




পরে দেখা যায় বাটির উপর বসে থাকা টিয়ার মান ভাঙলে দুজন দুজনকে জড়িয়ে ধরে আদর করছে। প্রেম যে শুধু মানুষের মধ্যে নয়, পাখিদের মধ্যেও যে এত সুন্দর প্রেমের সম্পর্ক হয়ে থাকে সেটাই প্রমাণ করেছে এই ভাইরাল ভিডিওটি। ‘Parrot Paradise’ নামক একটি ইউটিউব (youtube) চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে।

এখনো পর্যন্ত কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছে ভিডিওটি। ভিডিওটিতে লাইকের সংখ্যাও কয়েক হাজার। এছাড়া ভিডিওটিতে কমেন্টের সংখ্যাও প্রচুর।

ভিডিওটি কমেন্ট সেকশন দেখেই বোঝা গিয়েছে যে ভিডিওটি দর্শকদের কতটা মুগ্ধ করেছে। কথা বলতে পারা পাখিদের মধ্যে উন্নত মানের পাখি হলো টিয়া। টিয়াই একমাত্র পাখি যে, যে কোনো ধরনের গলার আওয়াজ, সুর ও শব্দ সহজেই নকল করতে পারে। পোষ্য হিসেবেও এই পাখি অত্যন্ত চমৎকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *