কেরালার ট্রান্সজেন্ডার দম্পতি জিয়া ও জাহাদ তাদের প্রথম সন্তানের অপেক্ষায়। জাহাদ তার ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এনডিটিভি‘র।
জিয়া পোস্টে লেখেন, যদিও আমি জন্মগতভাবে নারী ছিলাম না, তবুও আমার ভিতরে একটি মেয়েলি স্বপ্ন ছিল যে একটি শিশু আমাকে ‘মা’ বলে ডাকবে। তিন বছর হয়ে গেছে আমরা একসাথে আছি।
আমার স্বপ্নের মতো মা, তার (জাহাদ) বাবা হওয়ার স্বপ্ন ছিল এবং আজ তার পূর্ণ সম্মতিতে আমার পেটে একটি আট মাসের জীবন বড় হচ্ছে।
পোস্টে ভারতে জিয়াই প্রথম ট্রান্সজেন্ডার পুরুষ যিনি সন্তানসম্ভবা হিসেবে দাবি করেছেন তিনি। জাহাদ নারীর শরীর নিয়ে জন্মগ্রহণ করলেও পুরুষ হয়ে উঠতে চেয়েছিলেন বরাবরই।
অন্যদিকে, জিয়াও চেয়েছিলেন পুরুষের শরীর ত্যাগ করে সম্পূর্ণরূপে নারী হয়ে হয়ে উঠতে। ফলে একে অপরের প্রেমে পড়ার পর থেকেই একসাথে সংসার করার বাসনায় রূপান্তরের প্রক্রিয়াও শুরু করেছিলেন।
চিকিৎসা চলছিল দু’জনেরই। চলছিল হরমোন থেরাপি। জাহাদের দু’টি স্তনও বাদ পড়েছে। কিন্তু, মাঝপথেই প্রক্রিয়া থামিয়ে দেন তারা। সন্তানের বয়স ছয় মাস হলেই ফের হরমোন থেরাপি শুরু করবেন তারা।