সর্বশেষ

রান্নাঘরে ঢুকে পড়েছে বিশাল আকৃতির কোবরা সাপ, তারপর যা ঘটলো! ভিডিও দেখে হাড়হিম নেটিজেনদের

সাপ দেখলেই সাধারণ মানুষের ভয় লাগে তা বলা যায়। সে ছোট সাপ হোক কিংবা বড়ো দূর থেকে দেখলেও ভয় লাগবেই। আর সেই সাপ যদি আপনার বাড়িতে ঢুকে যায় একবার ভাবুন তো কান্ড! সম্প্রতি যে ভিডিও ভাইরাল (Viral) হয়েছে তা সত্যি হাড়হিম করে দেওয়ার উপযোগী বলা যায়।




রান্না ঘরের মধ্যে ঢুকে গেছে এক বিশাল বড়ো মোনোক্লেড কোবরা (Monocled Cobra) সাপ। যে ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে তা সত্যি অন্যরকম ও ভয়ঙ্কর। দেখা যাচ্ছে, এক বাড়িতে রান্না ঘরে ঢুকে গেছে বিশালকার কোবরা সাপ। তারপরেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারে ।




তারপর মির্জা মহম্মদ আরিফ নামের এক সাপ উদ্ধারকারীকে ডাকা হয়। সে এসে নিজেও হতবাক হয়ে যান এমন দৃশ্য দেখে। আরিফ ঘরে ঢুকে দেখেন কোবরা সাপটি বিভিন্ন বাসনের মধ্যে দিয়ে ঘুরতে থাকে। তবুও সে খুব সাবধানের সাথে সাপটিকে ধরে ফেলেন।




শেষে যদিও প্লাস্টিকের কৌটোর মধ্যে পুড়ে সে সাপটিকে নিয়ে যায়। তবে সাপটি কার্যত বিশেষ ধরনের। তার ফনার উপরে একধরণের বিশেষ নকশা করা ছিল যা হয়তো আপনারা দেখেছেন। ‘Mirza MD Arif’ নামের তার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

এক বছরের মধ্যেই ৩.৫ কোটির বেশি ভিউস ছাড়িয়ে গেছে। তার সাথেই প্রচুর লাইক ও কমেন্ট এসেছে আরিফের উদ্দেশ্যে। সবাই তার এমন সাহসীকতার দুর্দান্ত প্রশংসা করেছেন। আপনাদের জানিয়ে রাখি আরিফ বিভিন্ন জায়গা থেকে খুব সহজেই সাপ ধরতে ওস্তাদ। যা ইউটিউবের মাধ্যমে ভিডিও বানিয়ে দেখান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *