শীত পড়তেই জল নামক এলার্জিটি চেপে বসে মানুষের উপরে! রোজ স্নান করা নিয়ে কিছু না কিছু ঝামেলা তো হয়েই থাকে প্রত্যেকের বাড়িতে। এই শীতের দিনে যে সাহস সঞ্চার করে গায়ে জল ঢালতে পারবে, তার প্রশংসা না করে থেমে থাকা যায় না।
তবে কখনো কখনো যে পাখিরাও শীতকালে স্নান করার সাহস দেখাবে, তা ভাবতেও অবাক লাগে! তাদেরও যে শীতকালে স্নান করার হাত থেকে রেহাই নেই, সেটি বেশ স্পষ্ট হয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও থেকে। টিয়া পাখি অবশ্য সব ক্ষেত্রেই মানুষকে টেক্কা দেয়।
সে মানুষের মতো কথা বলা হোক বা তাদের মত কাজকর্ম নকল করা। তাই এক্ষেত্রে স্নান করা থেকেও বিরত থাকল না তারা। শীতের দিনেও স্নান করার মতন সাহসিকতা দেখিয়েই দিল। ভাইরাল (viral) হওয়া ভিডিওটিতে দেখা গেছে দুই টিয়া পাখি (parrot) জল নিয়ে বসে রয়েছে। যাদের দেখে দর্শকেরা হাসতেই ব্যস্ত!
এরমধ্যে একটি টিয়া বাটির উপর দাঁড়িয়ে মুখে জল নিচ্ছে এবং অপর একটি টিয়া পাখির গায়ে ছেটাচ্ছে। আবার কখনো চিৎকার চেঁচামেচিও করছে।
মনে হয়েছে তাদের মধ্যে হয়তো কোন প্রেমের সম্পর্ক রয়েছে আর তাই তারা খুনসুটি করছে। তবে তারা যে তাদের এই মুহূর্তটা বেশ মজা করে কাটাচ্ছে, সেটি স্পষ্ট হয়েছে ভিডিওর মাধ্যমে। কিছুক্ষণ পরেই সেই ভিডিওতে দেখা গেছে দুজনেই দুজনকে লক্ষ্য করে জল ছুঁড়ছে। স্বাভাবিকভাবেই এমন একটি ভিডিও ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতায়।