সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে বিভিন্ন ধরনের অজানা ঘটনার দেখার সুযোগ পাওয়া যায়। সব ঘটনাই সমস্ত মানুষের সামনে প্রত্যহ ঘটে না। বহু অদ্ভুত ঘটনা, বহু বিরল ঘটনা চারিপাশে সাধারণ মানুষের অজান্তেই ঘটতে থাকে। কিন্তু সবাই সমস্ত ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ পান না। যদিও বর্তমানে সোশ্যাল মিডিয়ার হাত ধরে বহু অসম্ভবই সম্ভব হয়ে উঠেছে।
বিভিন্ন ঘটনা ভিডিও আকারে ক্যামেরাবন্দী হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলে তা বহু মানুষ দেখার সুযোগ পেয়ে যাচ্ছেন। বর্তমানে বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন। এর মধ্যে বেশ কিছু ভিডিও থাকে অনেকসময়েই ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার এই তালিকায় বিনোদনমূলক ভিডিওর সংখ্যা বেশি থাকলেও, পশুপাখিদের ভিডিওর সংখ্যাও মোটেই কম নয়।
কখনও পশুপাখিদের অদ্ভুত আচরণের ভিডিও, আবার কখনও মানুষের হুবহু নকল করার ভিডিও দেখতে পাওয়া যায়। এই প্রকৃতির ভিডিও অনেক সময়েই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করে বসে। ফলস্বরূপ, মন্তব্য ও প্রতিক্রিয়ার জেরে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘মরুনী পাখি’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটিতে একটি বালক ও একটি শালিক পাখিকে দেখতে পাওয়া যায়। বালকটি যা যা বলে, পাখিটিকে হুবহু নকল করে বলতে দেখা যায়।
‘মা’, ‘আম্মা’ আরও কত কী শোনা যায় পাখিটির কণ্ঠে! পাখিটিকে কথা বলতে দেখে কার্যত অবাক নেটিজেনরা। বহু নেটিজেনই পাখিটির দক্ষতার ও প্রশিক্ষণের প্রশংসা করে ভিডিওর কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন। ভিডিওটি ইতিমধ্যে ১৪ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এবং ৭.৬ হাজার মানুষ পছন্দ করেছেন।