নিঃসন্দেহে প্রতিটি মানুষ বর্তমানে মনোরঞ্জনের মাধ্যম হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করছে সোশ্যাল মিডিয়াকেই। যার কারণে দিনকে দিন টিভি ও সংবাদপত্রের জনপ্রিয়তা কমে আসছে। সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রতিনিয়তই ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন ধরনের মজাদার ও লোমহর্ষক ভিডিও।
যেগুলোর প্রতিটিই সমস্ত মানুষের বেশ নজর কাড়ছে। সাধারণত সাপ দেখলে প্রতিটি মানুষ দূরত্ব বজায় রেখে চললেও সোশ্যাল মাধ্যমে ধরা পরা সাপেদের ভিডিওগুলো বেশ আনন্দে সহিত উপভোগ করেন প্রত্যেকে। সম্প্রতি সেরকমই দুটো সাপের ভিডিও ধরা পরলো নেট দুনিয়ার পাতায়।
এবার ট্রাঙ্কের মধ্যে বসে থাকতে দেখা গেল দুটো নাগ-নাগিনীকে। শুনতেই কেমন হাড়হিম হয়ে আসছে তাই না? কিন্তু সুন্দরও তকমা দিলে ভুল হয় না। সম্প্রতি ভাইরাল হওয়ার ভিডিওটিতে দেখা যাচ্ছে দুটো বিশাল আকৃতির কোবরা সাপ রয়েছে একটি পুরোনো ট্রাঙ্কের মধ্যে।
আর যা দেখতেই রীতিমতো শোরগোল পরে যায় সেই বাড়িতে। এরপর সেখানে ডেকে আনা হয় মির্জা মহম্মদ আরিফ নামক এক প্রশিক্ষণপ্রাপ্ত সাপ ধরা ব্যক্তিকে। তিনি সেখানে এসে পৌছলে ট্রাঙ্কটিকে খুলতেই দেখতে পান যে ট্রাঙ্কের ভেতরে জামাকাপড় পেঁচিয়ে বসে রয়েছে দুটো বিশাল আকৃতির কোবরা সাপ। এরপর ওই ব্যক্তি খুবই সাবধানতাবসত আস্তে আস্তে প্রথমে পুরুষ সাপটিকে বের করতেই সাপটি পালিয়ে যেতে চায়।
তবে ওই ব্যক্তিও বেশি নাছোড়বান্দা। তিনি সাপটির লেজ ধরে তাকে আটকে দেয়। একইভাবে ওই ব্যক্তি মহিলা সাপটিকেও ট্রাঙ্কের ভেতর থেকে বের করে নিয়ে আসে। এরপর এই দুটো সাপকে একটি সাদা ব্যাগের মধ্যে ভরে সাপ দুটোকে জঙ্গলে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে সেখান থেকে রওনা দেয়।
তিনি যে অত্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত একজন সাপ ধরা ব্যক্তি তা তাঁর আচরণ দেখলেই প্রমাণ মেলে। তিনি অত্যন্ত নিপুনতার সাথে সাপ দুটোর কোনরকম ক্ষতি না করে সাপ দুটোকে উদ্ধার করেন। আর এই ভিডিওটির রেকর্ড করে তিনি নিজের ইউটিউব চ্যানেলেও আপলোড করেন। যা বর্তমানে ইউটিউবে দেখে ফেলেছেন প্রায় তিন লক্ষের কাছাকাছি মানুষ।